Sunday 6 March 2016

জাবেদ বিন সোবহান, মিরপুর স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত





 বৃষ্টির কারণে প্রায় ৩০ মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর পুনরায় ফ্লাইড লাইটের জ্বলে উঠলো মিরপুর স্টেডিয়ামে। সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে ফ্লাইড লাইটের একটি স্ট্যান্ডে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়। বর্তমানে বাকিগুলোতে সংযোগের চেষ্টা চলছে। এর আগে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্টেডিয়ামের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৃষ্টির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়া কাপ ফাইনাল ম্যাচ নিয়ে সংশয় দেখা দিয়েছে। খেলাটি পরিত্যক্ত হলে এশিয়া কাপে বাংলাদেশ-ভারত যুগ্ম-চ্যম্পিয়ন হবে।

বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে




                                                                     jabed bin subhan
সময়টা এখন ফাল্গুন মাসের মতোই বর্ণিল তামিম ইকবালের। প্রথম সন্তানের বাবা হওয়ার সুখানুভূতিতে আচ্ছন্ন বাংলাদেশের এই বাঁ-হাতি ওপেনার। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম মাঠে নামেন তিনি। সেই ম্যাচে পাঁচ উইকেটে জিতে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করে। ২০১২ এশিয়া কাপে টানা চারটি ফিফটি করে চার আঙুল দেখিয়ে উদযাপন করেছিলেন তামিম। এবার কেমন হবে তার উদযাপন? ‘ফাইনালে জিতলে নতুন কোনো ভঙ্গিতে উদযাপনই হবে। তার আগে কিছু না।’ তামিম ইকবালের পরিকল্পনা এমনই। ভারতের বিপক্ষে সব সময় দুর্দান্ত তামিম। শুক্রবার মিরপুর ইনডোরে তামিম বলেন, ‘ভারত বরাবর শক্তিশালী দল। ভারত এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলছে। আমরাও ভালো ক্রিকেট খেলছি। ফাইনালে যে কেউ জিততে পারে।’ ভারতের বিপক্ষে আগে ভালো খেললেও এই বাঁ-হাতি ব্যাটসম্যান মনে করেন, সেটা এখন অতীত। তিনি বলেন, ‘নতুন একটা দিনে (ফাইনালে) সবকিছু শূন্য থেকে শুরু করতে হবে। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করব। পরিকল্পনা কাজে লাগাব।’

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে সাকিবের ক্যাচ মিসের পর রোহিত শর্মা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ভারতের বিপক্ষে এ জায়গায় সতর্ক এবার বাংলাদেশ। তামিম বলেন, ‘জিততে হলে আমাদের তিন বিভাগেই ভালো খেলতে হবে। প্রথম ম্যাচে ওরা খুব বাজে অবস্থা থেকে ফিরে এসে জিতেছে। ওদের সেই স্কিল রয়েছে। ওই ভুলগুলো আমরা কম করলে সবকিছুই সম্ভব।’ পাকিস্তান সুপার লীগে (পিএসএল) তামিম ইকবাল দারুণ ব্যাটিং করেছেন। সেই পারফরম্যান্স তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘ফর্ম ভালো থাকলে আত্মবিশ্বাস বাড়ে। মানসিকভাবেও ভালো অবস্থায় থাকা যায়। পিএসএলে ভালো খেলে আমার আত্মবিশ্বাস বেড়েছে। আপনি যে কোনো লীগে ভালো করলে আলাদা আত্মবিশ্বাস থাকবেই।’